নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ মে) বেলা ১১টার দিকে পরিষদ চত্বরে আয়োজিত সুধীসমাবেশে শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল ৩ কোটি ৫ লক্ষ ১৬ হাজার ৩৮৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এতে ইউপি পরিষদ সচিব আতিকুর রহমানের উপস্থাপনা আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরুল হাই মোহাম্মাদ আনাছ্ পিএএ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মৌসুমী রহমান, উপজেলা আ.লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি রহিম মোল্লা, সাধারণ সম্পাদক শুকুর আলী, সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম, সাইফুল ইসলাম সেলিম ও আতাউর রহমান ও সকল ইউপি সদস্যগনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষকবৃন্দ।
বাজেট আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কৃষি, বিশুদ্ধ পানি সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন, রাস্তাঘাট মেরামত ও উন্নয়ন খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল।