শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / রাজশাহীর শিলমাড়িয়া ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

রাজশাহীর শিলমাড়িয়া ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ মে) বেলা ১১টার দিকে পরিষদ চত্বরে আয়োজিত সুধীসমাবেশে শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল ৩ কোটি ৫ লক্ষ ১৬ হাজার ৩৮৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এতে ইউপি পরিষদ সচিব আতিকুর রহমানের উপস্থাপনা আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরুল হাই মোহাম্মাদ আনাছ্ পিএএ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মৌসুমী রহমান, উপজেলা আ.লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি রহিম মোল্লা, সাধারণ সম্পাদক শুকুর আলী, সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম, সাইফুল ইসলাম সেলিম ও আতাউর রহমান ও সকল ইউপি সদস্যগনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষকবৃন্দ।

বাজেট আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কৃষি, বিশুদ্ধ পানি সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন, রাস্তাঘাট মেরামত ও উন্নয়ন খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …