নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুরে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার সুরক্ষা প্রকল্পের আওতায় গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৫ সেপ্টেম্বর) বিকেলে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা কেশরহাট শাখার উদ্যোগে মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশলায় গরুর বিভিন্ন রোগ-বালায় সহ চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে প্রাথমিক ধারনা দেওয়া হয়।
দাবী মৌলিক উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক আকরাম হোসেন জানান, আমরা সংস্থার সুরক্ষা প্রকল্পের আওতায় খামারিদের প্রশিক্ষণের ব্যবস্থা সহ নিজস্ব চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান ও এক্সটেনশন অফিসারের মাধ্যমে খামারিদের গরু সার্বক্ষনিক মনিটরিং করি। কোন কারণ বশত: গরু মারা গেলে তার ঋণ মওকুফ সহ ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমির হামজা, দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক রাজু আহম্মেদ বকুল, শাখা ব্যবস্থাপক আকরাম হোসেন, এক্সটেনশন অফিসার আব্দুর রাফি জিসান প্রমূখ।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …