মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহীর বাঘার হাবাসপূর বিলে সারারাত ধরে কাটা হয় পুকুর

রাজশাহীর বাঘার হাবাসপূর বিলে সারারাত ধরে কাটা হয় পুকুর

নিজস্ব প্রতিবেদক, বাঘাঃ

সারারাত ধরে কাটা হয় পুকুর রাজশাহীর বাঘার হাবাসপূর বিলে।প্রশাসনের চোখ ফাঁকি দিতেই এই পন্থা অবলম্বন করেছে বলে মনে করেন এলাকাবাসী। গত এক সপ্তাহ ধরে তিন ফসলি জমিতে পুকুর কাটা হলেও এখনো পর্যন্ত প্রশাসনের কাউকে সেখানে দেখা যায়নি।

বিনোদপুর এলাকার মৃত ভাদু মণ্ডলের ছেলে প্রভাবশালী অসিত মন্ডল এই পুকুর কাটছে বলে জানা গেছে। উপজেলার হাবাসপুর বিলের মধ্যে কাঁচুর ডিপ টিওবয়লের পাশে প্রায় ১৫ বিঘা ৩ ফসলী জমি কেটে এই পুকুর কাটার কাজ চলছে। এতে আশেপাশের জমি গুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এতে জলাবদ্ধতার কারণে অন্য জমির ফসল উৎপাদন ব্যহত হতে পারে। উপরন্তু মাটি টানার কাজে ট্রাক্টর গুলো অনবরত গ্রামের মধ্যে দিয়ে চলাচল করায় রাস্তা গুলো যেমন নষ্ট হচ্ছে, ট্রাক্টর চলাচলের কারণে তেমনি গ্রামে ধুলায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ফোন করে এই প্রতিনিধিকে জানান, উপজেলা নির্বাহী অফিসার শামীম রেজা কে জানানো হলেও অদ্যাবধি তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আরেকজন ব্যক্তি জানান, জেলা প্রশাসক আব্দুল হামিদকে জানানো হলেও তিনিও কোন পদক্ষেপ গ্রহণ করেননি।

রাজশাহীর পুলিশ সুপার শহীদুল্লাহ কে জানানো হলে তিনি বলেন, বিষয়টি আমি তদন্ত করে দেখছি।

অনেককেই বলতে শোনা গেছে অসিত টাকা দিয়ে সব ম্যানেজ করে ফেলেছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে জেলা প্রশাসন, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যখন ব্যস্ত তখনই এই সুযোগ নিয়ে অসিত অবৈধভাবে পুকুর কেটে চলেছে।

তিন ফসলি জমিতে পুকুর কাটছেন কেন এমন প্রশ্ন করা হলে অসিত মন্ডল জানান, আমি প্রশাসনকে ম্যানেজ করে নিয়েই পুকুর কাটছি। তাহলে রাতের বেলায় পুকুর কাটার কাজ করছেন কেন, এমন প্রশ্ন করা হলে অসিত মন্ডল কোনো উত্তর দেননি। দ্রুত এই অবৈধ পুকুর কাটার কাজ বন্ধ করে তিন ফসলি জমিকে রক্ষা করা ও গ্রামীণ রাস্তাঘাট কে রক্ষা করার দাবি জানান এলাকাবাসী।

আরও দেখুন

সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি

নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …