শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহীর বাগমারায় প্রতিবন্ধীদের সাথে গণমাধ্যম ও সমাজভিত্তিক সংগঠনের সভা

রাজশাহীর বাগমারায় প্রতিবন্ধীদের সাথে গণমাধ্যম ও সমাজভিত্তিক সংগঠনের সভা

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
রাজশাহীর বাগমারায় উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন ও পক্ষাঘাগ্রস্তদের পূর্ণবাসন কেন্দ্র (সি.আরপি) আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন(এম জে এফ)ও ডি এফ আইডি সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম ও সমাজভিত্তিক প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বাগমারা উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ সভাপতি ওয়াহেদ সরকার। সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাগমারা কারিগরি ও ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান শিবলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সি আরপি কর্মকর্তা লুভনা ইয়াসমিন, বাগমারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সরকার, সাধারণ সম্পাদক রাশেসুল হক ফিরোজ, প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ মামুন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল উদ্দীন শেখ, বাগমারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, আলতাফ হোসেন, সাংবাদিক আকবর হোসেন,সামসুজ্জোহা মামুন, নাজিম হাসান, শামীম রেজা, হেলাল উদ্দীন, নুর কুতুবুল আলম, আব্দুল মতিন, মাস্টার ইব্রাহীম হোসেন, মাস্টার মামুনুর রশিদ, মাস্টার এমরান হোসেন, মাওঃ আব্দুস সোবহান সহ বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়নের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠায় গনমাধ্যম ও সমাজভিত্তিক প্রতিষ্ঠান কিভাবে ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …