রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহীর পুঠিয়ায় বাকপ্রতিবন্ধীদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজশাহীর পুঠিয়ায় বাকপ্রতিবন্ধীদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়ায় বাকপ্রতিবন্ধীদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ঝলমলিয়া বগুড়াপাড়া মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধ শেষে রাজশাহী বাকপ্রতিবন্ধী একাদশ তিন শূণ্য গোলে এগিয়ে থেকে খেলার প্রথমার্ধ শেষ করে। রাজশাহী বাকপ্রতিবন্ধী একাদশের ইমন তিন টি গোল করে। দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল করে ৫-০ গোলে পুঠিয়া বাক ও বধির একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো রাজশাহী বাক ও বধির একাদশ।

খেলায় উপস্থিত ছিলেন পুঠিয়া দুর্গাপুরের আসনের সাবেক সংসদ সদস্য আবুল হোসেন,পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পুঠিয়া লস্করপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, পুঠিয়া হিন্দু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক পল্লব কুমার সেনগুপ্ত ডাকু প্রমুখ।

এই ফুটবল টুর্ণামেন্টের উদ্যোক্তা ঝলমলিয়ার তহমিনা ট্রেডার্স এর স্বত্বাধিকারী ইব্রাহিম হোসেন সরকার। সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর এক বিশেষ উদ্যোগ হিসেবে। প্রত্যেক বছর নিজ অর্থায়নে সমাজের বাক প্রতিবন্ধি এবং বুদ্ধি প্রতিবন্ধিদের নিয়ে দেশের বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্র সফর করান।

এছাড়া কোভিড -১৯ মহা দূর্যোগেও মানুষের পাশে নিজ উদ্যোগে-নিজ অর্থায়নে দুস্থ্ মানুষের সেবা করে গেছেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …