নিজস্ব প্রতিবেদক, নাটোর:
আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় বিএনপির গণসমাবেশ সফল করার লক্ষ্যে জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে নাটোরে ।শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় শহরের আলাইপুরের বিএনপির অস্থায়ী কর্যালয় সামনে থেকে থেকে শুরু হয়ে নানাস্থানে সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
বর্তমান সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে এ গণসমাবেশের ডাক দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, শহিদুল ইসলাম বাচ্চু ,সদস্য সচিব রহিম নেওয়াজ ,পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান বাবুল চৌধুরী, জেলা বিএনপির সদস্য নাসিম খান , সাইফুল ইসলাম আফতাব , জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ,জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সমপাদক মারুফ হাসান সৃজন ।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন,সারাদেশে বিএনপির গণসমাবেশে জনতার যেই জোয়ার দেখা গেছে, তাতে আমরা বিশ্বাস করি রাজশাহীর গণসমাবেশ জনতার মহাসমুদ্রে রূপ নেবে। এই গণসমাবেশ থেকেই বর্তমান সরকারের পতন ঘণ্টা বাজানো হবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …