নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী শহরের একটি আবাসিক হোটেল থেকে মানব পাচার চক্রের ১৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত দশটার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকার স্বর্ণকারপট্টিতে “হোটেল ওয়েলকাম” আবাসিক হোটেলে একটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ অপারেশন দল গতকাল ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত দশটার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকার স্বর্ণকারপট্টিতে একটি আবাসিক হোটেলে “হোটেল ওয়েলকাম” অভিযান চালায়। এ সময় হোটেলের ৩য় তলা হতে নগদ এক লক্ষ নয় হাজার বিশ টাকা সহ মানব পাচারচক্রের সদস্য রামচন্দনপুর আবেদ সরকারের ছেলে আমিনুল (৩৮), দরগাপাড়া এলাকার নওশাদ আলির ছেলে আসাদ আলী সুজন, মৃত বাবলুর রহমানের ছেলে সাধীন (২৮),হোসনিগঞ্জ এলাকার মৃত মাজদার রহমানের ছেলে গোলাম রব্বানী বাপ্পি (৩৫), দুর্গাপুর উপজেলার পাচু বাড়ী গ্রামের তমসের আলীর ছেলে শহিদুল (২২), ছত্রগাছা এলাকার একরামের ছেলে মোকলেছুর রহমান(৪৮), নীলফামারী জেলার সৈয়দপুর নিজবাড়ী এলাকার মৃত শিশির চন্দ্র দাসের ছেলে শ্রী সুজন (৩২), বেলপুকুর থানার নারায়ণপুর গ্রামের মৃত সাহাদ আলীর ছেলে নসিব আলী (২৫), বোয়ালিয়া থানার হাদির মোড় এলাকারমৃত রমজান আলী আজিজুরের ছেলে শাহিন (৩৩) সহ আরো ৭ জন নারী সদস্য’কে আটক করে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এই ঘটনায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …