সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / রাজশাহীর অনলাইনে প্রকাশঃ নাটোরে আরও ৩ রোগী শনাক্ত

রাজশাহীর অনলাইনে প্রকাশঃ নাটোরে আরও ৩ রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় শুক্রবার (২২ মে) তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের সবার বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলায়। এ নিয়ে নাটোরে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫১ জন। রাজশাহীর অনলাইন পোর্টাল ‘সোনালী সংবাদ’সহ বেশ কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত খবর থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার নাটোরে আরও তিনজন রোগী করোনা শনাক্ত হওয়ার তথ্য রাজশাহীর অনলাইনে প্রকাশ হলেও নাটোর সিভিল সার্জন কাজী মিজানুর রহমান তা এখনও নিশ্চিত করেনি। এ ব্যাপারে সিভিল সার্জনকে ফোন করলেও তাকে ফোন পাওয়া যায়নি।

প্রকাশিত সংবাদ সূত্র মতে, রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার ৯৪টি নমুনা নিয়ে পরীক্ষা শুরু হয়। এর মধ্যে ত্রুটি থাকায় একটি নমুনার রিপোর্ট হয়নি। বাকি ৯৩টি নমুনার মধ্যে তিনটি পজিটিভ। ৯০টি নেগেটিভ। আর বাকি তিনটি পজিটিভ আক্রান্তদের সবার বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলায়। বিষয়টি নাটোরের সিভিল সার্জনকে জানানো হয়েছে বলেও অনলাইন খবরে প্রকাশিত হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …