সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহীতে নিম্ন আয়ের মানুষের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

রাজশাহীতে নিম্ন আয়ের মানুষের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ
রাজশাহীতে নিম্ন আয়ের ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে এগুলো বিতরণ করেন জেলা প্রশাসক হামিদুল হক ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। অনুষ্ঠানে ছয়টি সেলাই মেশিন ও দুটি হুইল চেয়ার বিতরণ করা হয়।

প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার্স ফাউন্ডেশন রাজশাহীর উদ্যোগে ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর অর্থায়নে এসব বিতরণ করা হয়। পিএস ডবিøউ এফ রাজশাহীর সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও নারী নেত্রী শাহিনা আক্তার রেনী ও জেলা সমাজসেবা কার্যালয় রাজশাহীর উপ-পরিচালক হাছিনা মমতাজ। অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …