রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহীতে জ্বর ও গলা ব্যথায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু

রাজশাহীতে জ্বর ও গলা ব্যথায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ
রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। করোনার সন্দেহভাজন রোগিদের জন্য নির্ধারিত রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে তার মৃত্যু হয়। এই রোগীর নাম আয়েশা খাতুন (৩৮)।

শনিবার দুপুরে পাবনার ঈশ্বরদীর বাবুপাড়া এলাকার ওই নারী জ্বর, গলা ব্যথা ও বমি নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আসেন। জরুরি বিভাগ থেকে তাকে খ্রিস্টান মিশন হাসপাতালে করোনার সন্দেহভাজন রোগিদের ওয়ার্ডে পাঠানো হয়।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারী চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। শনিবার দুপুরে তাকে রাজশাহীতে নিয়ে আসা হয়। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাইফুল ফেরদৌস আরও জানান, ওই নারী করোনা আক্রান্ত ছিলেন কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রামেকের ল্যাবে নমুনা পরীক্ষার পরই বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …