নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহী নগরীর ১৫ নং ওয়াডে আমবাগান জামে মসজিদে জুম্মার নামাজ শেষে নিজ উদ্যেগে লিফলেট ও মাস্ক বিতরন করেন। জুম্মার নামাজ পড়তে আসা সহ আশে পাশে থাকা মানুষদের প্রায় পাঁচশত ব্যক্তিকে মাস্ক দিয়েছেন।
নগরীর আমবাগান এলাকার তরুণ সমাজসেবী সংস্কৃতিকর্মী ও ক্রীড়াবিদ মো.ফরহাদ হোসেন আদনান। তিনি জানান, শহর ঘুরে রিকশা, অটোরিকশা, ইজিবাইক চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে বিনামূল্যে এই মাস্ক বিতরণ করবো করোনা ভাইরাসের বিস্তার রোধ এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের মাধ্যমে নিজে সচেতন হয়ে আমরাও সচেতন করার চেষ্টা করছি। করোনা ভাইরাস নিয়ে সর্বত্র একটা উদ্বেগ দেখা দিয়েছে।
তাই আতঙ্কিত না হয়ে মানুষ যাতে এ বিষয়ে সচেতন হন, এ জন্য মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছি। মূলত এই উদ্যোগ দেখে অন্যরাও তাঁদের নিজের অবস্থান থেকে করোনা বিষয়ে সচেতনতা এবং মাস্কসহ অন্য উপকরণ নিজ এলাকার মানুষের মধ্যে বিতরণের উদ্যোগ নিতে পারেন। একইভাবে মানুষের মধ্যে আরো মাস্ক বিতরণ করবেন।
আরও দেখুন
পুঠিয়ায় ভুয়া চিকিৎসকের অনুসন্ধান গিয়ে প্রাণনাশের হুমকির মুখে সাংবাদিকরা
নিজস্ব প্রতিবেদক পুঠিয়া,,,,,,,,রাজশাহীর পুঠিয়ায় ব্যাঙের ছাতার মত গড়ে তোলা হয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। অতীতে …