বৃহস্পতিবার , জানুয়ারি ৯ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহীতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহীতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ
আজ ৩০ মে ২০২০ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৩৯ তম মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপি’ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রতিবছর এই দিনটি গুরুত্বের সহকারে পালন করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

এবারে ভিন্ন পরিস্থিতিতেও ২ দিনের কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী জেলা ছাত্রদল। কর্মসূচির প্রথম দিনে আজ ৩০ মে শনিবার বাদ যোহর মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের নিচে জেলা ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয় এবং অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর শাহাদাৎ বার্ষিকীতে ২ দিনের কর্মসূচির প্রথম দিনে দোয়া ও খাদ্য বিতরণ করা হয়। আগামীকাল কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী রাজশাহী জেলা ছাত্রদলের অধিনস্ত সকল উপজেলাতে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে।

আরও দেখুন

সিংড়ায় কৃষকের নির্মাণাধীন ঘর

ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় কৃষক মাসুদের নির্মাণাধীন ঘর ভেঙ্গে দিয়েছেপ্রতিপক্ষরা। চাঁদা না …