রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহীতে এপিবিএনের পৃথক দুই অভিযানে মাদকসহ গ্রেপ্তার- ২

রাজশাহীতে এপিবিএনের পৃথক দুই অভিযানে মাদকসহ গ্রেপ্তার- ২

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে এপিবিএনের পৃথক দুই অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুর থেকে সন্ধা পর্যন্ত চারঘাট ও কাঁটাখালি থানা এলাকায় অভিযান চালিয়ে এপিবিএন তাদের গ্রেপ্তার করে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান এপিবিএন -৪ বগুড়া।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এপিবিএন -৪ বগুড়ার এসআই সোলাইমান ও এসআই উৎপলের নেতৃত্বে এপিবিএনের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে কাঁটাখালি এলাকার শাহাপুর হোসেন আলীর (৫০) বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে ৩০ পিচ ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করে এপিবিএনের টিম।

অপর দিকে, শুক্রবার ৯ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে এসআই উৎপলের নেতৃত্বে চারঘাট উপজেলার মুক্তারপুর গাংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী বাচ্চু (৩৯) কে ২৭ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করে এপিবিএনের টিম।

শুক্রবার পৃথক দুইটি অভিযানে আরএমপি কাঁটাখালি থানায় ও চারঘাট থানায় পৃথক দুইটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এপিবিএনের মাদক বিরোধী অভিযান রাজশাহী বিভাগে অব্যহত থাকবে।

আরও দেখুন

নাটোরে আইনজীবীর উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার …