নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভোটের অধিকারের কথা আমাকে শেখাতে হবে না। ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব’ এ শ্লোগানটি আমারই। অথচ, কেউ কেউ আমাকে এখন সুষ্ঠু ভোটের কথা শেখাতে আসছে। আমাকে ভোটের অধিকারের কথা শেখাতে হবে না। রাজনীতিতে নতুন আসিনি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘যারা ভোট চুরির করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে, আজকে তাদের মুখেই সুষ্ঠু ভোটের কথা শুনতে হচ্ছে। আসলে আমাদেরও একটি দোষ আছে, আমরাই নির্বাচন নিয়ে বেশি কথা বলি। আমাদের ভোট নিয়ে বিদেশিরা কথা বলার সুযোগ পাচ্ছে।’
আজ শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফরের বিষয়ে বিস্তারিত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী সমসাময়িক রাজনীতি ও অন্যান্য বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতাদের মধ্যে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ উপস্থিত আছেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশটি আজকে এগিয়ে যাচ্ছে বলেই কারও কারও পছন্দ হচ্ছে। আসল কথা হচ্ছে, তারা সুষ্ঠু নির্বাচন নিয়ে এত কথা বলছে কেনে? এখানেই আমারও প্রশ্ন, ‘সন্দেহ হয় রে… আমার সন্দেহ হয়।’
গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশন শেষ হওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রে এক সপ্তাহ অবস্থান শেষে ৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্য যান। সেখান থেকে গত বুধবার (৪ অক্টোবর) দেশে ফেরেন প্রধানমন্ত্রী।