বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / রাজধানীর কারওয়ান বাজারে ১৬৫ ভাসমান স্থাপনা উচ্ছেদ

রাজধানীর কারওয়ান বাজারে ১৬৫ ভাসমান স্থাপনা উচ্ছেদ

সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফলোআপ মনিটরিং হিসেবে রাজধানীর কারওয়ান বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসসি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ অক্টোবর) কারওয়ান বাজারে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় মুরগী পট্টির ফুটপাত, কাঠপট্টির ফুটপাত, কাঁচা বাজারের ফুটপাত থেকে ১৬৫টি ভাসমান স্থাপনা অপসারণ করা হয়।

মাসুদ হোসেন বলেন, ‘সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর ডিএনসিসি উত্তরা, মহাখালী, ফার্মগেট, মিরপুর, গুলশান, ভাষানটেকসহ বিভিন্ন স্থানে সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত এই সকল স্থানগুলো পুনরায় যাতে দখল হয়ে না যায় সেজন্য নিয়মিত মনিটরিং শুরু করছে ডিএনসিসি।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …