সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৪৩

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৪৩

মাদক বিক্রি ও সেবনের দায়ে রাজধানীতে ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৯৬৬ পিস ইয়াবা, ২৮৩ গ্রাম হেরোইন ও দুই কেজি ৪৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

গত শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, শুক্রবার বিকেলে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ২০০ পিস ইয়াবাসহ নূরুল আমিন ওরফে মিজান (২১), মিজানুল হক ওরফে মিজান (২০) ও এরশাদকে (৩৫) গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ বিভাগ)। তারা পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। 

অন্যদিকে, রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে আরো ৪০ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৭৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮৩ গ্রাম হেরোইন ও দুই কেজি ৪৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …