সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬৭জনকে আটক করেছে পুলিশ। 

রোববার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মোঃ মাসুদুর রহমান এই তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ এসব অভিযান চালায়। এসময় আটককৃতদের কাছ থেকে ৫ হাজার ৮৮৪ ইয়াবা, ৫৬৮ গ্রাম হেরোইন, ৭৬ কেজি ৫১০ গ্রাম ১৮ পুরিয়া গাঁজা, ৪৫ বোতল ফেনসিডিল, ৩শ’ ক্যান বিয়ার ও ১৫টি ইনজেকশন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে ৪৩টি মামলা হয়েছে।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …