রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জাতীয় / রাজধানীতে প্রশ্নফাঁসকারী চক্রের সদস্য আটক

রাজধানীতে প্রশ্নফাঁসকারী চক্রের সদস্য আটক

রাজধানীতে প্রশ্নফাঁসকারী চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার র‍্যাব-৩ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. রাশেদুল হাসান রাব্বি নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। 

র‍্যাব-৩ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি

র‍্যাব-৩ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি

রাব্বিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে ২০১৮ সাল থেকে প্রশ্নপত্র ফাঁস ও রেজাল্ট পরিবর্তনের আশ্বাস দিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে বিকাশের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জন করে আসছে। তার বিরুদ্ধে একই অভিযোগে সবুজবাগ ও তেজগাঁও থানার ২টি মামলা বিচারাধীন।

এ সময় তার কাছ থেকে অসংখ্য ফেসবুক আইডি, ২টি মোবাইল ও ১০টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা দায়ের করেছে র‍্যাব। 

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …