নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বল্প সময়ে তাৎক্ষণিক সেবা কার্যক্রম চালু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ রোববার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত।
রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) সাইফুল ইসলাম গণমাধ্যমে বলেন, উল্লিখিত সময়ে ভবনের নকশা অনুমোদন, ভবনের ব্যবহার সনদ প্রদান, ভূমি ব্যবহার ছাড়পত্র, প্লট বা ফ্ল্যাটের নামজারি ও লিজ দলিলসংক্রান্ত সেবা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। সেবা প্রত্যাশীদের সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজউকের মূল ভবন ও সংশ্লিষ্ট জোনাল অফিস থেকে এই সেবা নেওয়ার অনুরোধ জানান তিনি।
এই কার্যক্রমের প্রথম দিনে আজ ৭৯টি ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ভূমি ব্যবহারের ছাড়পত্র ৬৯টি, প্লট বা ফ্ল্যাটের নামজারি ও লিজ দলিল রেজিস্ট্রেশনসংক্রান্ত ১০৮টি সেবা তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে।