নিউজ ডেস্ক:
পার্বত্য জেলা রাঙামাটির প্রবেশ মুখ রাবার বাগান এলাকায় বিদেশি পর্যটকদের জন্য গড়ে তোলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২ জানুয়ারি) রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পর্যটক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন।
এ সময় রাঙামাটি জোন কমান্ডার লে. কর্নেল বিএম আশিকুর রহমান, পিএসসি, রিজিয়ন জি-টু আাই মেজর মো. নাজমুল হাসান, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, পার্বত্য জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংক্যজ চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী রিগেন চাকমা, ঠিকাদার কাঞ্চন চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান পিএসসি বলেন, পার্বত্য অঞ্চলের ঘুরতে আসা বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর ভূমিকা অপরিসীম। বিদেশি পর্যটকরা রাঙামাটিতে এলে পর্যটক সহায়তা কেন্দ্র ভূমিকা রাখবে।
উল্লেখ্য, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রায় ১ কোটি টাকা ব্যয়ে পাহাড়ি জনপদের প্রবেশ মুখ রাবার বাগান চেক পোস্ট এলাকায় এ পর্যটক সহায়তা কেন্দ্রটি নির্মাণ করে।