নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট নারীনেত্রী রাখীদাস পুরকায়স্থের অকাল মৃত্যুতে নাটোরে পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি মোমবাতি প্রজ্জ্বলন করেছেন। শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাসভবনে এই মোমবাতি প্রজ্বলন করেন। বাংলাদেশ মহিলা পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদিকা বিশিষ্ট নারীনেত্রী রাখীদাস পুরকায়স্থের অকাল মৃত্যুতে সারা বাংলাদেশের ন্যায় বাংলাদেশ মহিলা পরিষদের সাথে এবং মহিলা পরিষদের কর্মী হিসেবে একযোগে নিজ নিজ বাড়িতে মোমবাতি প্রজ্বলন এবং নীরবতা পালন করেন তিনি। মোমবাতি প্রজ্জ্বলন এবং তাঁর আত্মার শান্তি কামনায় নীরবতা পালনের পরে এক বক্তব্যে তিনি বলেন, নারী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র রাখীদাস পুরকায়স্থকে আমারা হারালাম। এটি বাংলাদেশের নারী আন্দোলনের এক অপূরণীয় ক্ষতি হল। এমন শূন্যতা আর কারো পক্ষেই পূরণ করা সম্ভব নয়। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …