নিজস্ব প্রতিবেদক:
রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও এর পবিত্রতা রক্ষার দাবিতে নাটোরে শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইমাম কল্যাণ পরিষদ।
আজ বুধবার দুপুরে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ইমাম কল্যাণ পরিষদের জেলা সভাপতি হাফেজ মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান, মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ আব্দুল মোমিন সহ ধর্মীয় নেতৃবৃন্দ। রমজান মাসে অতি মুনাফা না করতে ব্যবসায়ীদের প্রতিও আহবান জানান বক্তারা ।