বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / রংপুর-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, দ্বিমুখী চাপে বিএনপি!

রংপুর-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, দ্বিমুখী চাপে বিএনপি!

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম রাজু। জনপ্রিয় রাজনৈতিক দলের প্রার্থী সরে দাঁড়ানোয় কিছুটা স্বস্তি পেয়েছে জাতীয় পার্টি (জাপা)।

তবে জানা গেছে, আওয়ামী লীগের প্রার্থী সরে দাঁড়ানোর এই আসনের উপ-নির্বাচনে শোচনীয় পরাজয়ের শঙ্কায় পড়েছে বিএনপি। জাপার ঘাঁটিতে অতিথি প্রার্থীর পরাজয় জেনে বিএনপির অনেক নেতা-কর্মী দলীয় প্রার্থী রিটা রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন না বলেও গুঞ্জন উঠেছে।

রংপুর জেলা বিএনপির মনোনয়ন বঞ্চিত এক নেতার সাথে কথা বলে এমন গুঞ্জনের বিষয়ে জানা গেছে।

বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু বলেন, আমরা শুরু থেকেই রিটা রহমানের মতো প্রশ্নবিদ্ধ ও অতিথি প্রার্থীকে নিয়ে সংশয়ের মধ্যে ছিলাম। রংপুরের এই আসনে বিএনপির দাপট কম। এটি মূলত জাতীয় পার্টি দুর্গ। এরপরও দল যেহেতু রিটা রহমানকে মনোনীত করেছে, আমরাও পাশে থেকে দলীয় প্রার্থীকে জয়ী করার বিষয়ে চিন্তা-ভাবনা করছিলাম। কিন্তু আমাদের সেই আশায় গুড়েবালি।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় দ্বিগুণ চাপে পড়েছে বিএনপি। কারণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তো আর বিএনপি প্রার্থীকে ভোট দিবেন না! সুতরাং সেই ভোট পাবেন এরশাদের পুত্র। দুই আর দুই মিলে হবে চার। আর আমাদের শিবিরে যে বিভক্তি ও অবিশ্বাস রয়েছে, তাতে দলীয় ভোট পাওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। তবে আমরা সর্বাত্মক চেষ্টা করছি বিভেদ দূর করে রিটা রহমানকে জয়ী করে ইতিহাস গড়তে। চাপের নয় আমরা কৌশলের রাজনীতি করে বিএনপিকে এই আসন উপহার দিতে চাই।

আরও দেখুন

বান্দরবানে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

নিউজ ডেস্ক: বান্দরবানে হামলা ও ব্যাংক লুটকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলে হুঁশিয়ারি …