বুধবার , নভেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঠাকুরগাঁও / মৃত্যুর পরে আড়াই বছর ধরে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে না তাঁর স্ত্রী সন্তান

মৃত্যুর পরে আড়াই বছর ধরে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে না তাঁর স্ত্রী সন্তান

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যুদ্ধাহত মুক্তি যোদ্ধা মৃত আনোয়ার হোসেনের স্ত্রী পুত্র কন্যা সন্তানেরা দীর্ঘ আড়াই বছর ধরে ভাতা বন্ধ হওয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের লোকেরা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে।জানা যায় আনোয়ার হোসেন মৃত্যুর পরে তাঁর উত্তরাধিকার পরিবারের স্ত্রী পুত্র কন্যা সন্তান সন্ততি গন বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত আনোয়ার হোসেনর রেখে যাওয়া ওয়ারিশ গণ ওয়ারিশান সার্টিফিকেট প্রদান করলে ও যোদ্ধাহত মুক্তি যোদ্ধা পরিবারের লোকেরা দীর্ঘ আড়াই বছর ধরে ভাতা থেকে বঞ্চিত রয়েছে।

এ বিষয়ে মুক্তি যোদ্ধা সন্তান আবুল হোসেন( ৪৭) ভাতার জন্য উপযুক্ত প্রমাণ সহ আবেদন করে ও ভাতা চালু হচ্ছে না, মুক্তিযোদ্ধার স্ত্রী পুত্র কন্যা সন্তান সন্ততিরা খুব অসহায় জীবন যাপন করছেন।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা সন্তান আবুল হোসেন বিভিন্ন দপ্তরে দৌড় ঝাঁপ করেও কোন ফল পায়নি। তিনি আরো বলেন, আমি মুক্তিযোদ্ধা সন্তান হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মহোদয়ের নিকট যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে বন্ধ চালু করে  ভাতা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

এ নিয়ে কয়কদিন তথ্য সংগ্রহে জানা যায়, দীর্ঘদিন ভাতা না পাওয়ায় পরিবারের লোকজন ভিক্ষার ঝোলা বয়ে বেড়াচ্ছেেন পীরগঞ্জ উপজেলা বিভিন্ন এলাকায়।

যে নিজের জীবন বাজী রেখে ৭১ এ যুদ্ধ করেন।সেই বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত  আনোয়ার হোসেনের ওয়ারিশগণ দীর্ঘ আড়াই বছর ধরে বন্ধ ভাত চালু হচ্ছে না,ভাতা পাচ্ছেন না এই মর্মে মৃত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের পুত্র আবুল হোসেন সাংবাদিককে জানিয়ে বলেন।সকল উপযুক্ত প্রমাণাদি দেওয়া সত্বেও আড়াই বছর অতিবাহিত হলেও ভাতা পাচ্ছি না।আমার পরিবারের চলার সম্বল

একমাত্র ভাতা এ ভাতা না পাওয়ায় আমি আমার সন্তানদের ঠিকমত লেখা পড়া করাতে পারছি না।
তিনি আরও বলেন, আমি বর্তমান অসহায় ভিক্ষার ঝোলা নিয়ে ঘুরছি। অনতিবিলম্বে বন্ধ ভাতা চালু করে আমার পরিবার পরিজনের রক্ষার্থে ভাতা প্রদানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল প্রার্থনা জানাই।

আরও দেখুন

সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি

নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …