রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / যে ভোটে খালেদা জিয়া অংশ গ্রহন করতে পারবে, যে ভোটে তারেক জিয়া অংশ গ্রহন করতে পারবে, যে ভোটে রহমান অংশ গ্রহন করতে পারবে-দুলু

যে ভোটে খালেদা জিয়া অংশ গ্রহন করতে পারবে, যে ভোটে তারেক জিয়া অংশ গ্রহন করতে পারবে, যে ভোটে রহমান অংশ গ্রহন করতে পারবে-দুলু

নিজস্ব প্রতিবেদক:   নাটোর প্রতিনিধি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যে ভোটে খালেদা জিয়া অংশ গ্রহন করতে পারবে, যে ভোটে তারেক জিয়া অংশ গ্রহন করতে পারবে, যে ভোটে রহমান অংশ গ্রহন করতে পারবে, যে ভোটে দুলু অংশ গ্রহন করতে পারবে সেই নির্বাচনই বাংলাদেশে হবে। এইটার জন্যই আমরা আন্দোলন করেছি।  নাটোরে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নাটোরে দলে অস্থায়ী কার্যালয়ের সামনে জেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচি আয়োজন করেন। কর্মসূচিতে তিনি আরো বলেন, ২০০৮ সালে তিনি নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারেননি। সেটা ছিলো ষড়যন্ত্র। ২০১৮ সালে নির্বাচন হয়নি। আর ২০২৪ সালে ডামি নির্বাচন করে ক্ষমতায় এসেছেন। এভাবে ক্ষমতায় টিকে থাকা যায় না।   বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের নামে তারা হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। অবিলম্বে তিনি আটক সকল নেতাকর্মীর মুক্তি ও তাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান। জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক গোলাম মোর্শেদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলমসহ নেতাকর্মিরা প্রমুখ।  দুলু আরো বলেন, নাটোরের মাটিতে তার আমলে কোন সন্ত্রাস চঁাদাবাজী হয়নি এখনো তিনি নাটোরের মাটিতে কোন হত্যা, সন্ত্রাস ও চঁাদাবাজী করতে দিবেন না। এ সময় বক্তারা বলেন, নাটোরের মাটিতে আওয়ামীলীগকে কোথাও কোন কর্মসূচি পালন করতে দেওয়া হবেনা। এই স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের নেতা কর্মিকে সেখানে দেখা যাবে সেখানেই তাদের প্রতিহত করা হবে। কোনভাবেই তাদের ছাড় দেওয়া হবেনা।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …