নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি থেকে ৫ জনের নাম প্রত্যাহার করায় নাটোর বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। নাটোরে সদ্য ঘোষিত বিএনপির আহবায়ক কমিটি থেকে পাঁচজনকে বাদ দিয়ে নতুন পাঁচজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা বাদ পড়েছেন তারা হলেন এ হাই তালুকদার ডালিম, সানোয়ার হোসেন তুষার, রাসেল আহমেদ রনি, শামসুল আলম রনি এবং ফয়সাল আলম আবুল বেপারী। নতুন যারা যুক্ত হলেন তারা হলেন অ্যাডভোকেট আইনুন নাহার, অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, শাজাহান আলী, নাসিম খান এবং শহিদুল ইসলাম ভিপি লিটন। আজ ২৬ মার্চ কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
