সোমবার , ফেব্রুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / যে কারণে নাটোরে বিএডিসির ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

যে কারণে নাটোরে বিএডিসির ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,সেচ পাম্প স্থাপন নিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে নাটোর বিএডিসি সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও সহকারি প্রকৌশলী জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বড়াইগ্রাস আমলি আদালতে মামলাটি দায়ের করেন বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামের রওশন আলী। মামলার ডায়েরির পর শুনানী শেষে বিচারক তৌহিদুর রহমান সুমন তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে ডিবি পুলিশের ওসিকে নির্দেশ প্রদান করেন। বাদি রওশন আলী অভিযোগ করেন,তার কৃষি খামারের সেচের জন্য সরকারি ভাবে বরাদ্দকৃত সেচ প্রকল্পের আবেদন করেন। এজন্য তিনি কয়েক দফায় নির্বাহী প্রকৌশলী ও সহকারি প্রকৌশলীকে তাদের দাবি অনুযায়ী ৩ লাখ ৭০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু ওই টাকা নেয়ার পরও তাদের সেচ পাম্প না দিয়ে অন্যজনকে অনেক বেশি টাকার বিনিময়ে সেচ পাম্প প্রদান করেন। যাকে দেয়া হয়েছে তার ওই মৌজায় এক শতাংশ জমিও নেই। আদালত মামলাটি গ্রহণ করে গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্তের আদেশ দিয়েছেন। বড়াইগ্রাম আমলী আদালতের স্টেনোগ্রাফার মিনারুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।বড়াইগ্রাম আমলী আদালতের স্টেনোগ্রাফার মো.মিনারুল ইসলাম জানান, বাদির জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য ওসি,ডিবিকে নির্দেশ দিয়েছেন আদালত।

আরও দেখুন

গণহত্যার বিচার দাবিতে বাগাতিপাড়ায় গণমিছিল ও পথসভা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,, ফ্যাসিস্ট সরকারের গুম, খুন ও দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকান্ড এবং জুলাই গণহত্যার …