নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় গুজব প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের একদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রদান করা হয়েছে। অনলাইন ও অফলাইনে যাতে কোন প্রকার গুজব ছাড়াতে না পারে। দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন অনলাইন ও অফলাইন
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জেলা আওয়ামীলাগের ব্যানারে টাউন ক্লাব সম্মেলন কক্ষে দিনব্যাপী নেতাকর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও মন্ত্রিপরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ার।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ড. সামিল উদ্দীন আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগের নেতাকর্মীরা এ প্রশিক্ষক কর্মশালাই অংশগ্রহন করেন।
বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও মন্ত্রিপরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ার জানান, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে কেউ যাতে কোন ধরনের অনলাইন বা অফলাইনে গুজব ছড়াতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের যেসকল উন্নয়ন কার্মকান্ড বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতে পরিকল্পনার বার্তা ভোটাদেও কাছে পৌছে দিতেই এ প্রশিক্ষণ কার্মশালার আয়োজন।
এদিকে প্রশিক্ষণের আগের জেলা আওয়ামীলীগের কার্যালয়ে একটি ল্যাব উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও মন্ত্রিপরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ার।