রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / যুবলীগ নেতার অবৈধ স্থাপনা বন্ধ করল প্রশাসন

যুবলীগ নেতার অবৈধ স্থাপনা বন্ধ করল প্রশাসন

বিশেষ প্রতিবেদক:
নলডাঙ্গার পাটুল হাটে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করে দিয়েছে নলডাঙ্গা প্রশাসন। গত ৩ তারিখে পাটুল হাটের জায়গাতে পিপরুল ইউনিয়ন যুবলীগের সাধােণ সম্পাদক দেওয়ান শাহজালাল একটি দালান ঘর নির্মানের জন্য কাজ শুরু করে।

এমন খবরের ভিত্তিতে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী কমিশনার ভূমি তাছমিনা খাতুন পাটুল হাটে গিয়ে ঘরের কাজ বন্ধ করে দেন। হাটের মধ্যে ঘর উঠানো সম্পূর্ণ অবৈধ উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারী জায়গা লিজ দেয়া হয়েছে হাটের কার্যক্রম করার জন্য এখানে অবৈধভাবে ঘর উঠানোর কোন সুযোগ নেই। এ কারণেই খবর পেয়ে ঘর তৈরী বন্ধ করার নির্দেশ দিয়েছি।

এব্যাপারে দেওয়ান মো: শাহজালাল বলেন, আমি না জেনে ঘর তৈরী করতে গিয়েছিলাম। প্রশাসনের নির্দেশ মেনে ঘর তৈরী বন্ধও করে দিয়েছি।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …