বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / যুবলীগ নেতাকে মারপিট করায় প্রায় ২ ঘন্টা সড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ ছিল

যুবলীগ নেতাকে মারপিট করায় প্রায় ২ ঘন্টা সড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ ছিল

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় যুবলীগ নেতাকে মারপিটের ঘটনায় প্রায় ২ ঘন্টা বন্ধ ছিল নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কে সিএনজি অটোরিকশা চলাচল। এলাকাবাসী জানায়,সকাল ১১টার দিকে নলডাঙ্গা উপজেলার কুচিয়ামাড়া ব্রীজ এলাকায় নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কে স্থানীয় মাধনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব সাদ্দামের মোটর সাইকেলের সাথে সিএনজি অটোরিকশার ধাক্কা লাগে।
এ ঘটনায় তর্ক বিতর্কের এক পর্যায়ে সিএনজি চালক হাতুড়ি দিয়ে যুবলীগ নেতা সাদ্দামকে আঘাত করে।এসময় উভয় পক্ষের মধ্যে মারপিট শুরু হয়ে যায়।খবর পেয়ে যুবলীগ কর্মিরা গিয়ে ওই রুটে সিএনজি চলাচল বন্ধ করে দেয়।পরে জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সাথে সমঝোতার পর দুপুর ১টায় শুরু হয় সিএনজি চলাচল।

আরও দেখুন

নাটোরে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,নাটোরে যথাযথ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব …