সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধ্বনি হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ

যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধ্বনি হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ


নিজস্ব প্রতিবেদক:
যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধ্বনি হত্যার প্রতিবাদে কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা যুবদল বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করে। এসময় পুলিশ বাধা দিলে দলীয় কার্যালয়ে ভিতরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান আনিস। আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি ইমরুল হাসিব পাপ্পু, মোস্তাফিজুর রহমান স্বপন, আফজাল হোসেন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী প্রমুখ। সমাবেশে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্ৰেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …