শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড়াইগ্রামে র‌্যালী ও আলোচনা সভা

যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড়াইগ্রামে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে দৈনিক যুগান্তরের ২১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বড়াইগ্রাম পৌর মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেয়র আব্দুল বারেক সরদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে প্যানেল মেয়র জালাল উদ্দিন জোয়াদ্দার, অগ্রণী ব্যাংক লক্ষীকোল শাখার ব্যবস্থাপক শামীউজ্জামান শাওন ও কর্মকর্তা রাশিদুল ইসলাম, পৌর সচিব জালালউদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন চান্দু, মাসুদ রানা, আবু হানিফ ও জাকিয়া সুলতানা লাভলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল মান্নান, যুগ্ন সম্পাদক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ আলী গাজী ও সাংগঠণিক সম্পাদক ইনকিলাব প্রতিনিধি হাসানুল বান্না উজ্জল বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সাবেক প্রধান শিক্ষক তফিজউদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার, আব্দুস সামাদ, আবু জাফর, ফজলুল হক ফজের, রোকেয়া বেগম ও জহুরা বেগম, সহকারী প্রকৌশলী ফিরোজ হোসেন ও নুরুল ইসলাম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ভোরের ডাক প্রতিনিধি আসাদুল ইসলাম, খোলা কাগজ প্রতিনিধি মন্তাজুর রহমান রানা, আমার সংবাদ প্রতিনিধি বোরহানুদ্দীন বুলবুল, সাংবাদিক আজহার হোসেন, নিজাম উদ্দিন, আব্দুর মজিদ কাজী, ফারুক হোসেন আপন, আব্দুল আওয়াল মন্ডল ও জাহিদুল ইসলাম, স্বজন সমাবেশের আহ্বায়ক মতিউর রহমান সুমন, স্বজন সোহেল রানা, ইসমাইল হোসেন, ডা. নাজমুল হক ও ডা. আলতাফ হোসেন যুগান্তর পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মেয়র আব্দুল বারেক সরদারসহ অতিথিরা আনুষ্ঠানিকভাবে কেক কেটে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

আরও দেখুন

বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করেন বড়াইগ্রামের সহকারী …