বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফর : প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফর : প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে লম্বা রাষ্ট্রীয় সফর সম্পর্কে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সংবাদ সম্মেলনের বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর শেষ করে ৪ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী। ১৫ সেপ্টেম্বর তিনি যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে লন্ডনে যান। সেখানে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা তৃতীয় চার্লস আয়োজিত সংবর্ধনায় অংশ নেন। এরপর ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন প্রধানমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পত্র জয়ের বাসায় জন্মদিন পালন করেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …