শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিমান বাহিনীর যৌথ মহড়া শুরু রোববার

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিমান বাহিনীর যৌথ মহড়া শুরু রোববার

নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিমান বাহিনীর ছয় দিনের যৌথ কৌশলগত মহড়া হবে ঢাকা ও সিলেটে, যা শুরু হবে আগামী রোববার।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, উড়োজাহাজে সামরিক পরিবহন বিষয়ে এ মহড়ায় ৭৭ মার্কিন বিমান সেনা ও বাংলাদেশের প্রায় তিনশ জন অংশ নেবেন।

’কোপ সাউথ ২২’ শীর্ষক এ মহড়া অনুষ্ঠিত হবে ঢাকায় কুর্মিটোলায় ক্যান্টনমেন্ট এবং সিলেটের অপারেটিং লোকেশন-আলফাতে। মহড়াটি স্পন্সর করছে প্যাসিফিক এয়ার ফোর্সেস।

এ মহড়ায় অংশ নেবে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক পরিবহনে ব্যবহৃত ’সি-১৩০জে সুপার হারকিউলিস’ এবং বাংলাদেশের দু’টি ’সি-১৩০জে’ উড়োজাহাজ।

প্যাসিফিক এয়ার ফোর্সেস বলছে, এ মহড়ার লক্ষ্য হচ্ছে, বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে যৌথ কার্যক্রমের উন্নতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বাহিনীর দীর্ঘমেয়াদি আধুনিকায়ন কার্যক্রমকে সহযোগিতা করা।

প্যাসিফিক এয়ার ফোর্সেস-এর ৩৬তম এয়ারলিফট স্কোয়াড্রনের ডিরেক্টর অব অপারেশনস লেফটেন্যান্ট কর্নেল কিরা কফিকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ বিমান বাহিনী আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার।

”কৌশলগত এয়ারলিফট উড়োজাহাজ এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ বিনিময়ের মাধ্যমে কোপ সাউথ মহড়া এ অংশীদারিত্বকে আরও জোরদার করবে।”

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …