শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / যুক্তরাষ্ট্রের কাছে অন্তত ৪০ লাখ টিকা চায় সরকার

যুক্তরাষ্ট্রের কাছে অন্তত ৪০ লাখ টিকা চায় সরকার

নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কাছে অন্তত ৪০ লাখ টিকা চায় সরকার। মার্কিন রাষ্ট্রদূতের মিলারের সাথে বৈঠকের পর এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি আরও জানান, বিমান পাঠিয়ে আগামী ১২ মে চীন থেকে আনা হবে উপহারের ৫ লাখ ডোজ।

গেল ৭ ফেব্রুয়ারি থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিয়ে সারা দেশে শুরু হয় করোনার টিকাদান কর্মসূচি। তবে, টিকা সংকটে এরই মধ্যে প্রথম ডোজ দেয়া এবং নিবন্ধন বন্ধ রয়েছে।

ভারতের উপহার ও কেনা মিলিয়ে দেশে আসে ১ কোটি ৩ লাখ টিকা। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৮১১ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩২ লাখ ১০ হাজার ৫০৯ জন। ফলে মজুত আছে ১২ লাখ ৬৯ হাজার ৬৮০ ডোজ। তাই দ্বিতীয় ডোজ অনিশ্চিত হয়ে পড়েছে ১৩ লাখ ৩৯ হাজারের বেশি মানুষের।

যুক্তরাষ্ট্রে অব্যবহৃত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ৬ কোটি টিকা পেতে দেশটির সাথে যোগাযোগ করেছে বাংলাদেশ।

সেরাম ইনস্টিটিউট থেকে দ্বিতীয় চালানের অন্তত ৩০ লাখ ডোজ পেতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে ঢাকা।

অনলাইনে এক সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের আশা, টিকা নিয়ে এই জটিলতা শিগগিরই কাটবে।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …