সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানী বন্ধ

যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানী বন্ধ

নিজস্ব প্রতিবেদক , হিলি

যিশু খ্রিস্টের জন্মদিন এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে সরকারী ছুটি হওয়ায় আজ বুধবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানী বন্ধ রয়েছে।

স্থানীয় কাষ্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আজ যিশু খ্রিস্টের জন্মদিন এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষ্যে শুধু মাত্র এক দিনের জন্য হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে আগামিকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

তবে হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানান, আমদানী-রপ্তানির বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারা-পার অনন্যদিনের মতো স্বাভাবিক রয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …