নীড় পাতা / উত্তরবঙ্গ / যারা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করলেন,,,,

যারা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করলেন,,,,

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিল সহ ৫ দফা দাবিতে নাটোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন মসজিদভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্ত-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ। আজ ২৩ মার্চ রোববার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর তাদের দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। তাদের উত্থাপিত ৫ দফা দাবি সমূহ হলো-আউটসোর্সিং বাতিল করতে হবে,সকল জনবলকে রাজস্বভূক্ত করতে হবে,কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভুক্ত করতে হবে,শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করতে হবে,ঈদের পূর্বেই প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক, কেয়ারটেকার ও জনবলের বকেয়াসহ বেতন ভাতাদি পরিশোধ করতে হবে।এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জালাল উদ্দিন সেক্রেটারি মাওলানা জাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।

আরও দেখুন

নাটোরে ঢালাই মিক্সার মেশিনের ভিতর থেকে শিশুর মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,নাটোরে সিমেন্ট খোয়া ঢালাই মিক্সার মেশিনের ভিতর থেকে গোলাম মোস্তফা নামের ৫ বছর বয়সী …