শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ‘‘যারা এই দেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনা, তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই”- বকুল

‘‘যারা এই দেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনা, তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই”- বকুল

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।উপজেলার মাঝগ্রাম রেলওয়ে আউট ফিল্ড এবং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপলক্ষে আলোচনা সভাসহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি শহিদুল ইসলাম বকুল বলেন,“যারা এই দেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনা, তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।””শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের জন্যত জনগনকে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের জন্য কাজ করতে হবে।” তিনি দুয়ারিয়া ইউনিয়নে আধুনিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রত্যদয় ব্যাক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। দুয়ারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি এসকেন্দার মির্জা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজবার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউছার, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক মুকুল সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, সহ দপ্তর সম্পাদক শফিক আহমেদ শফি শহীদ মমতাজ উদ্দিনের সন্তান শামীম আহমেদ সাগর ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, লালপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইউসুফ আলী।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …