নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের সিংড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিগত সময়ে রাজনৈতিক সহিংসতায় নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) জেলা বিএনপির পক্ষ থেকে এই অনুদান প্রদান করেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী (বাবুল)। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে সহিংসতায় নিহত রাশিদুল ইসলাম রুবেল এবং সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনে আহত হয়ে পঙ্গুত্ব বরণকারী ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতানের পরিবারের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী বলেন, বিগত সময়ে শেখ হাসিনা বিরোধী আন্দোলন ও সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন তাদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজকে সিংড়ায় এক নিহত ও আহত পরিবারের মাঝে অর্থ প্রদান করা হয়। নাটোর জেলায় ধারবাহিক ভাবে আহত ও নিহতের পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে এই অর্থ প্রদান করা হবে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, সিংড়ায় ভুক্তভোগী এই পরিবারগুলোর খোঁজখবর আমরা সার্বক্ষণিক রাখি। চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে ঈদ উপহার দেওয়া হল। ভবিষ্যতেও তাদের প্রতি আমাদের নজর থাকবে।
