বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / যাত্রীবাহী ট্রেন চালানোর প্রস্তুতি

যাত্রীবাহী ট্রেন চালানোর প্রস্তুতি

নিউজ ডেস্ক:
লকডাউনের বিধিনিষেধ শেষে আগামী ১১ অগাস্ট থেকে ৩৮ জোড়া আন্তঃনগর এবং ১৯ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জনিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। টিকেট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে এবং কাউন্টার বন্ধ থাকবে।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১ জুলাই দেশে কঠোর লকডাউনের কঠোর বিধিনিষেধ আরোপ হলে অন্যসব যাত্রীবাহী গণপরিবহনের মত ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়। ঈদ ঘিরে ১৫ জুলাই থেকে ২২ জুলাই লকডাউন শিথিল করা হলে রেলপথ মন্ত্রণালয়ও ট্রেন চালু করে।

এরপর ২৩ জুলাই থেকে আবার কঠোর লকডাউন শুরু হলে ট্রেনও থেমে যায়। সেই বিধিনিষেধের সময়সীমা আরো পাঁচ দিন বাড়িয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

কোভিড পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, ১১ অগাস্ট থেকে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস খুলবে। সীমিত পরিসরে ‘রোটেশন করে’ যানবাহন চলবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রেলপথ মন্ত্রী বৃহস্পতিবার বলেন, সরকার ১১ তারিখ থেকে সীমিত পরিসরে যানবাহন চলাচলের সিদ্ধান্ত জানিয়েছে, এ সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। ঈদের সময় যেভাবে ট্রেন পরিচালনা করেছিলাম সেভাবে ট্রেন চালানোর প্রস্তুতি নিয়েছি। তবে সবকিছুই নির্ভর করবে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …