সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করলেন সিংড়ার সন্তান ফয়সাল আহমেদ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করলেন সিংড়ার সন্তান ফয়সাল আহমেদ

রাজু আহমেদ, সিংড়া থেকে :যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ( পরিসংখ্যান) প্রভাষক হিসেবে শনিবার যোগদান করেছেন ফয়সাল আহমেদ। তিনি নাটোরের সিংড়া উপজেলার বড়গাঁ গ্রামের শিক্ষক মহাতাব আলীর পুত্র।

বড়গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ৫ম শ্রেণি পাশ করেন।
হাইস্কুল ও কলেজ: সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ থেকে -২০১০ সালে কৃতিত্বের সাথে এস. এস. সি জিপিও -৫ ২০১২ সালে এইচএসসিতে জিপিও  -৫  পেয়ে উত্তীর্ণ হন।  
রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিভাগে বি. এস. সিতে  (৩.৮৪) প্রথম শ্রেণিতে ২য় হয়ে সাফল্যের সাথে (২০১২-২০১৬) উত্তীর্ণ হন।
এম. এস. সি (৩.৯৪) তে তিনি প্রথম শ্রেনীতে ২য় হয়ে ( ২০১৭) সালে উত্তীর্ণ হন। 
পরে তিনি বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডিজ এ গবেষণা অফিসার ( পরিসংখ্যানবিদ) হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি,  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন।
২০১৮ সালে ডিনস এওয়ার্ড পান, ২০১৭ সালে এনএসটি স্কলারশিপ পান।  ২০১৪ সালে পরিসংখ্যান বিভাগ,রাবিতে দাবায় চ্যাম্পিয়ন হন।
২০১৭ সালে ইন্টারন্যাশনাল কন্ফারেন্সে বেস্ট পোস্টার এওয়ার্ড পান। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করায় বিভিন্ন ব্যক্তি অভিনন্দন জানিয়েছেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *