সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে বড়াইগ্রামে সাংবাদিক মহলের শোক

যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে বড়াইগ্রামে সাংবাদিক মহলের শোক

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব ও যুগান্তর স্বজন সমাবেশ নেতৃবৃন্দ।

মঙ্গলবার প্রেসক্লাব সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি অহিদুল হকের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন– প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ আলী গাজী, সাংগঠণিক সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাসানুল বান্না উজ্জল, কোষাধ্যক্ষ দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আসাদুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আবু সাঈদ, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মন্তাজুর রহমান রানা, ডেল্টা টাইমস প্রতিনিধি ফারুক হোসেন আপন, উত্তরকন্ঠ প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক মুক্তপ্রভাত প্রতিনিধি আব্দুল আওয়াল মন্ডল, দৈনিক আমার কাগজ প্রতিনিধি বোরহানুদ্দীন বুলবুল ও দৈনিক নাটোর কন্ঠ প্রতিনিধি আব্দুল মজিদ কাজী। এছাড়া যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ থেকে আয়োজিত পৃথক শোক সভায় সমাবেশের আহ্বায়ক মতিউর রহমান সুমন ও যুগ্ন আহ্বায়ক সোহেল সরকার বক্তব্য রাখেন।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, নুরুল ইসলামের মৃত্যুতে দেশ একজন সফল উদ্যোক্তা হারালো। দেশের অর্থনৈতিক উন্নয়নে তাঁর অপরিসীম অবদান রয়েছে। দেশে শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে তার অনন্য ভূমিকা দেশবাসী কখনও ভুলবে না।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …