সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / লাইফ স্টাইল / যদি কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে চান

যদি কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে চান

লাইফস্টাইল ডেস্ক
চোখ যেহেতু খুবই সেনসেটিভ তাই তার সুরক্ষাও জরুরি। ফ্যাশন অনুষঙ্গ হিসেবে যদি কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে চান, তবে অবশ্যই কিছু নিয়ম মেনে ব্যবহার করতে হবে।

বিশেষজ্ঞরা বলেন,  

•    কখনোই অন্য কারও লেন্স ব্যবহার করবেন না
•    পরার আগে ও পরে লেন্সের সলিউশনে ধুয়ে নেবেন
•    লেন্সের গায়ে কোনো দাগ বা ময়লা থাকলে পরবেন না 
•    মাসে অন্তত একবার আপনার লেন্সের সলিউশন বদলে নিন
•    লেন্স পরে নিয়ে তারপর মেকআপ করুন 
•    ব্যবহার করার পর ভালো করে ধুয়ে কেসে ভরে রাখবেন। 

দেড় থেকে ১৫ হাজার টাকায় পছন্দের লেন্স পাওয়া যায়। আর ব্যবহার করার সঠিক নিয়ম মেনে চলতে হবে। নিম্নমানের কন্ট্যাক্ট লেন্স পরে বিপদে পড়তে পারেন। এক্ষেত্রে অবহেলা হলে হারাতে পারেন মূল্যবান চোখও। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্ভরযোগ্য ব্র্যান্ডের কন্ট্যাক্ট লেন্স পরা উচি‍ত। 
 

আরও দেখুন

দাঁতে দাগ? জেনে নিন দূর করার ঘরোয়া উপায়

নিউজ ডেস্ক: ঝকঝকে দাঁত মানে সুন্দর হাসি। আর সুন্দর হাসি মানে আপনার সৌন্দর্য বেড়ে যাওয়া …