রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ সরকারের শেষকৃত্য অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ সরকারের শেষকৃত্য অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ সরকারের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে স্থানীয় কানাইখালী মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান শেষে কাশিমপুর মহাশ্মশানে তার মরদেহ দাহ করা হয়।

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ সরকার করোনা আক্রান্ত হয়ে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বুধবার সকাল ১০টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। তিনি বড়াইগ্রাম উপজেলার জালোরা গ্রামের বাসিন্দা ছিলেন। তবে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি নাটোর শহরের কানাইখালী মহল্লায় বসবাস করছিলেন।

তার মৃত্যুতে শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন নাটোর পৌরসভার মেয়র ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক উমা চৌধুরী, যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম নান্টু।।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …