রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / যথাযোগ্য মর্যাদায় নাটোরে ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় নাটোরে ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
করোনা সংক্রমণ এড়াতে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে নাটোরে শুধুমাত্র মসজিদগুলোতে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার শহরের কান্দিভিটা জামে মসজিদে সকাল ৭ টায় ঈদ-উল-আযহার নামাজের প্রথম জামাতে নামাজ পড়ান মসজিদের ইমাম গোলাম মোস্তফা। প্রথম জামাতে এই মসজিদে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন।

অপরদিকে শহরের কেন্দ্রীয় মসজিদে জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার প্রথম জামাতে নামাজ আদায় করেন। এছাড়া শহরের মল্লিকহাটি মসজিদ, বড় মসজিদ,গাড়িখানা মসজিদ, বাস টার্মিনাল মসজিদ, বুড়া পীড়ের দরগা সহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

অপরদিকে সকালে জেলার সিংড়া উপজেলার গোডাউনপাড়া মসজিদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলক ঈদের নামাজ আদায় করেন।

নাটোর-১ ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য যথাক্রমে শহিদুল ইসলাম বকুল ও অধ্যাপক আব্দুল কুদ্দুস নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …