সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / মৌলভীবাজারে ফেসবুকে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির দায়ে গ্রেফতার ১

মৌলভীবাজারে ফেসবুকে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির দায়ে গ্রেফতার ১

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এলাকায় ফেসবুকে গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে শাহ জাহিদ মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

জাহিদ মিয়ার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি ২৫ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত তিন দিন রাতে বিদ্যুৎ থাকবে না এবং রাতের অন্ধকারে মাথা কাটা হবে বলে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন।

২৭ জুলাই দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ও সিপিসি-২ এর একটি অভিযানিক দল এএসপি মো. আব্দুল খালেক ও এএসপি এ. কে. এম কামরুজ্জামানের নেতৃত্বে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এলাকায় গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানাধীন কলেজ রোডস্থ দেওয়ান শামসুল ইসলাম মসজিদ মার্কেট সংলগ্ন এলাকা থেকে জাহিদ মিয়াকে গ্রেফতার করা হয়।

জাহিদ মিয়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার শাহাবাগী এলাকার মৃত শাহ খোরশেদ আলীর ছেলে। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের পূর্বক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …