নিজস্ব প্রতিবেদক:
মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাটোর পৌরসভার ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। আজ শনিবার সকাল ১১টা ১০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মেয়র জলি জানান, মোহাম্মদ নাসিম আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সকল ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন।
তিনি আরও বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারাল। উত্তরবঙ্গের জনগণ একজন অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে উত্তরবঙ্গ তথা দেশের অপূরণীয় ক্ষতি হলো। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা বেশ কয়েকদিন থেকেই সংকটাপন্ন ছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) তে চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছিলেন।শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত পহেলা জুন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। তবে পরবর্তী তিনটি করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …