শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বনপাড়া পৌর মেয়রের গভীর শোক প্রকাশ

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বনপাড়া পৌর মেয়রের গভীর শোক প্রকাশ


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
১৪ দলের সমন্বয়ক, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি’র এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক কেএম জাকির হোসেন।

শনিবার এক শোক বার্তায় তিনি শোক জ্ঞাপনের পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। শোক বার্তায় মেয়র কেএম জাকির হোসেন জানান, মোহাম্মদ নাসিম আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু’র নীতি ও আর্দশকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সকল ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তিনি অসামান্য অবদান রেখেছেন।

তাঁর মৃত্যুতে উত্তরবঙ্গ তথা দেশের অপূরণীয় ক্ষতি হলো। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …