নিজস্ব প্রতিবেদক:
মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারী, তাই নারীদের এগিয়ে আসতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে -নাটোরে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেছেন নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সাংসদ রত্না আহমেদ।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে হলে নারীদের অংশগ্রহণ আরো বাড়াতে হবে। বৃহস্পতিবার বিকেলে পৃথক দু’টি প্রথমে হরিশপুর ইউনিয়ন এবং পরে দিঘাপতিয়া ইউনিয়নে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন আক্তারের সভানেত্রীত্বে ও সাধারন সম্পাদিকা শেফালী বিজলীর সঞ্চালনায় সম্মেলন দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ মর্তোজা আলী বাবুলু,দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস প্রমুখ। সম্মেলন শেষে দুটি ইউনিয়নেই নতুন কমিটি ঘোষণা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারী, তাই নারীদের এগিয়ে আসতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে-এমপি রত্না
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …