তৃণমূল পর্যায়ে ৫৭০ জন সমাজসেবা কর্মকর্তা মোটরসাইকেল পেয়েছেন। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরের এক অনুষ্ঠানে কর্মকর্তাদের হাতে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। প্রান্তিক পর্যায়ে সামাজিক সুরক্ষা সেবা মানুষের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দিতে ‘ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (সিটিএম)’ প্রকল্প থেকে এসব মোটরসাইকেল দেয়া হয়েছে।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী বলেন, এক কোটির অধিক ভাতাভোগী ডিজিটাল পদ্ধতিতে ভাতা পাচ্ছেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসে ভাতা পাওয়ায় তাদের ভোগান্তি দূর হয়েছে।
সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো: আশরাফ আলী খান খসরু, মন্ত্রণালয়ের সচিব মো: জাহাঙ্গীর আলম, প্রকল্প পরিচালক খুরশিদ আলম চৌধুরী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখা বাড়ানো হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষকে দ্রুত সেবা দিতে সমাজসেবা কর্মকর্তাদের মোটরসাইকেল দেয়া হয়েছে। এটি সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরো বেগবান করবে।
আরও দেখুন
পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …